চেন্নাই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : কলেজের ভেতরে আচমকা বিস্ফোরণে মৃতু্য হল ১ জনের| গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৩ জন| শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোড় জেলার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে| পুলিশ জানায়, মৃতের নাম কামারাজ| ওই কলেজের বাস চালক ছিলেন তিনি| গুরুতর জখম তিনজন ওই কলেজের মালি| এদিন কলেজের ভিতর কীভাবে বিস্ফোরণ হল, তা স্পষ্ট নয়| ড্রোনের মত উড়ন্ত কোনও বস্তুর থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে ভেলোড়ের ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বাগান পরিষ্কার করছিলেন তিনজন মালি| সেই সময় আচমকাই সশব্দে একটি বিস্ফোরণ ঘটে| ঘটনাস্থলেই মৃতু্য হয় কামারাজের| গুরুতর জখম হন ওই তিন মালি| এছাড়া ওই বিস্ফোরণে কলেজের ভিতর দাঁড়িয়ে থাকা সাতটি বাসের জানলার কাঁচ ভেঙে যায়| কলেজ বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়| অনেকগুলি জানলার কাচ ভেঙে পড়ে| বিস্ফোরণের বস্তুটি কী এবং কোথা থেকে এল তার তদন্ত শুরু হয়েছে বলে জানান ভেলোড়ের এসপি সেন্ডিল কুমারি| শীঘ্রই পুরো বিষয়টি সামনে আসবে বলেও আশাবাদী তিনি|