সান ফ্রান্সিসকো, ৬ ফেব্রয়ারি (হি.স.): জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পর্কিত, এমন ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট বাতিল করল মাইক্রোব্লগিং সাইট টুইটার| টুইটারের তরফে জানানো হয়েছে, `সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে ব্যবহার করা যাবে না|’ উল্লেখ্য, বর্তমানে গোটা বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ টুইটারের সঙ্গে যুক্ত|
ওয়াশিংটন ডিসি-র থিঙ্কট্যাঙ্ক বুকিংস ইন্সটটিউশনের হিসেব অনুযায়ী, ২০১৪ সালে তিন মাসের এক সময়ে আইএসের প্রায় ৪৬ হাজার সক্রিয় টুইটার অ্যাকাউন্ট ছিল| আইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলির প্রচার বন্ধ করতে টুইটারের ওপর চাপ এসেছে মার্কিন সরকার ও বিভিন্ন বেসরকারি সংগঠনের কাছ থেকে| গত মাসেই জর্ডনের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আইএসের হামলায় মৃত এক মার্কিন নাগরিকের স্ত্রী টুইটারের বিরুদ্ধে মামলাও দায়ের করেন| তাঁর অভিযোগ, আইএসের হিংসাত্মক কাজকর্ম বাড়ানোর কাজ সহজ করে দিচ্ছে টুইটার| যদিও টুইটার এই অভিযোগ খারিজ করে দিয়েছে|