নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবেসর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারত সফরে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ| তঁার সম্মানে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে স্যান্ডাল পরেই চলে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য কেজরিওয়ালকে জুতো কেনার টাকা পাঠিয়েছেন বিশাখাপত্তনমের এক ছোট ব্যবসায়ী| ডিমান্ড ড্রাফট করে কেজরিওয়ালকে ৩৬৪ টাকা পাঠিয়েছেন ব্যবসায়ী সুমিত আগরওয়াল|
৩৬৪ টাকার ডিমান্ড ড্রাফটের সঙ্গে কেজরিওযালের উদ্দেশে একটি চিঠিও পাঠান ওই ব্যবসায়ী| চিঠিতে উল্লেখ, `সেদিন রাষ্ট্রপতি ভবনে আপনি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন| এটা রামলীলা ময়দান বা যন্ত মন্তরে আম আদমি পার্টির কোনও ধর্না মঞ্চ ছিল না, যে যা খুশি পরে চলে যাওয়া যাবে| নিজের পছন্দসই পোশাক সবাই পরতে পারে| কিন্তু কোনও কোনও অনুষ্ঠান ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে নয়| আপনি যথেষ্ট পরিণত একজন মানুষ| আশা করি পরের বার থেকে এ ধরনের অনুষ্ঠানে সঠিক পোশাক পরে যাবেন|’