BRAKING NEWS

সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মডেলকে ধর্ষণের চেষ্টা নির্মাতার

মুম্বই, ৪ ফেব্রুয়ারি (হি.স.): সিনেমায় কাজ পাইয়ে দেব, এই লোভ দেখিয়ে মডেলকে পঁাচতারা হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা| এমনই গুরুতর অভিযোগ উঠল নির্মাতা সুরেশ মেহেতেরা বিরুদ্ধে| যুবতীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ| পলাতক অভিযুক্ত| অভিযোগকারিণীর দাবি, কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তঁাকে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ডেকে পাঠান নির্মাতা সুরেশ মেহেতা| লোভে পড়ে হোটেলেও যান ওই যুবতী| এরপরই তঁার ভুল ভেঙে যায়| যুবতী জানিয়েছেন, প্রথমে তঁাকে মদ্যপান করতে বাধ্য করা হয়| এরপর জোরজবরদস্তি বিছানায় টেনে নিয়ে যায় ওই নির্মাতা| কোনওরকমে নির্মাতাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই মডেল| অভিযুক্ত ওই নির্মাতার বিরুদ্ধে সান্তাক্রুজ থানায় এফআইআর দায়ের করেছেন ওই মডেল| তাঁর অভিযোগের ভিত্তিতেই আপাতত তদন্ত শুরু হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *