সানা, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে ছয় সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গির মৃতু্য হয়েছে| বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে যে বুধবার ইয়েমেনের পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশের আল-রওদা শহরে এই অভিযান চালানো হয়েছে|
খবরে জানানো হয়, সন্দেহভাজন জঙ্গিরা একটি গাড়িতে করে আল-রওদা শহরের একটি প্রত্যন্ত মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিল| ওই সময় মার্কিন ড্রোন থেকে হামলা চালানো হয়| ধারণা করা হচ্ছে, এই এলাকাটি আল-কায়েদার আরব্য উপদ্বীপ শাখা তাদের আস্তানা রয়েছে|
ইয়েমেনে প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত বাহিনীর সঙ্গে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দ্বন্দ্বের জেরে এই অঞ্চলে একিউএপি নিজেদের কাজকর্ম বিস্তারের সুযোগ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে| শুধু তাই নয়, গত সোমবার শাবওয়া প্রদেশের আজ্জান শহর দখল করে নেওয়ারও দাবি করে বেশ কয়েকজন আল-কায়েদা জঙ্গি|
2016-02-04