সিওল, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ কোরিয়ার একটি সামরিক বিমান ভেঙেপড়েছে| তবে বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন বলে খবরে জানানো হয়েছে|
বৃহস্পতিবার দেশের গিয়েওংস্যাংবাক-ডো প্রদেশের অ্যানডং শহরের গিয়েওংবাক ইনস্টিটিউট ফর বায়ো ইন্ডিস্ট্রির কাছ একটি নদীতে ভেঙেপ়েড টি-১১ বিমানটি|
উদ্ধার ও অগ্নি নির্বাপক কর্মীরা জানিয়েছেন, বিমানের দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন|
কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ডিউটি শেষে উত্তর চুংচেওং প্রদেশের চুংজুতে বিমানঘাঁটিতে ফেরত যাচ্ছিলেন টি-১১র পাইলটরা| বিমানের ইঞ্জিনে সমস্যার কারণেই এটি ভেঙেপ়েড বলে মনে করা হচ্ছে| ঘটনার কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে|
2016-02-04