ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গোটা বিশ্বে মুসলিম ধর্মাবলম্বীর কয়েকজন সন্ত্রাসবাদী আক্রমণ চালাচ্ছে, আর তার জন্য লাঞ্ছনার শিকার হতে হচ্ছে সমস্ত মুসলিমদের| বাল্টিমোরের মেরিল্যান্ডের এক মসজিদে গিয়ে এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা| মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মসজিদে গিয়ে ওবামা বলেছেন, `মুসলিম ধর্মের সব মানুষরা জঙ্গি নয়| মুসলিমদের আক্রমণের মাধ্যমে বাস্তবে গোটা বিশ্ববাসীর বিশ্বাসে আঘাত হানছে বর্তমান সমাজ|’ ওবামার দাবি, সমস্ত ধর্মকে সমান গুরুত্ব দেওয়াতে বিশ্বাস করেন মার্কিনবাসীরা|
উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্পর্কে অন্য ধর্মের মানুষদের যা ধারণা, তাতে বলা যায় পরিস্থিতি রীতিমতো চিন্তার| কিন্তু কোনও বিশেষ ধর্মের মানুষকে আক্রমণ করা মানে, পুরো মনুষ্য সভ্যতা যে বিশ্বাসের ভীতের ওপর দাঁড়িয়ে আছে, তা ভেঙে দেওয়া| তাই আমেরিকাবাসীকে সব ধর্মকে সমান গুরুত্ব দিতেই আবেদন জানিয়েছেন ওবামা| একইসঙ্গে, মুসলিম ধর্মের মানুষদেরও মন থেকে জেহাদি চিন্তাভাবনা ত্যাগ করার জন্যেও আবেদন করেছেন তিনি| প্রতিটি মুসলিম-মার্কিনিদের উদ্দেশে ওবামার বার্তা, তাঁরা হয় মুসলিম অথবা মার্কিনবাসী নন| তাঁরা মুসলিম এবং মার্কিনি| তাঁদের উদ্দেশে ওবামার বার্তা বিশ্বকে দেখিয়ে দিন আপনারা নিজের ধর্ম বিশ্বাস অটুট রেখেও এক বহুত্ববাদী সমাজের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন|
2016-02-04