BRAKING NEWS

বিধানসভায় হইহট্টগোল, পাঁচমিনিটে ভাষণ শেষ রাজ্যপালের, ভোটের বাজারে পেশ ভোট-অন-অ্যাকাউন্ট

গুয়াহাটি, ০১ ফেব্রুয়ারি, (হি.স.) : ভাষণের সূচনা হতেই বিরোধী শিবিরের হইহ্‌ট্টগোলে মাঝপথে বক্তব্য শেষ করে বিধানসভা থেকে বিদায় নিতে হয়েছে রাজ্যপালকে| বাধ্য হয়ে বিধানসভার যাবতীয় কাজকর্ম ৪৫ মিনিটের জন্য স্থগিত করতে হয়| এর পর ফের বিধানসভার কাজকর্ম শুরু হয় এবং এতে ৩৩ হাজার ৬৮৭ কোটি ৮৩ লক্ষ ২১ হাজার টাকার দাবি মঞ্জুরি ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করেন রাজ্য অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ|assam map
নিজের ভাষণের মাধ্যমে নির্ধারিত সময়ে রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য সূচনা করেন রাজ্যের ত্রয়োদশ বিধানসভার অন্তিম অধিবেশন| কিন্তু রাজ্যপালের ভাষণের শুরুতেই সরকারের কাজকর্মের প্রশংসা শুনতেই বিক্ষোভের সৃষ্টি হয় বিরোধী-শিবিরে| প্রতিবাদ, হুলস্থুল, হট্টগোলের জেরে ১১৮ পৃষ্ঠার বক্তব্য মাত্র পাঁচ মিনিটে শেষ করতে বাধ্য হন রাজ্যপাল| রাজ্যে ঘরোয়া উপাদন ৪০ শতাংশ বেড়েছে, সরকারের কাজকর্মে অগ্রগতি লাভ করেছে বলার সঙ্গে সঙ্গেই শরগোল তোলে ঝাঁপিয়ে পড়েন বিরোধী এআইইউডিএফ-অগপ বিধায়করা| উত্তপ্ত বিধানসভাকে শান্ত করতে রাজ্যপালের ভাষণের অব্যবহিত পরেই ৪৫ মিনিটের জন্য সদনের কাজকর্মে স্থগিতাদেশ জারি করেন অধ্যক্ষ প্রণবকুমার গগৈ| আজ বিধানসভার অন্দরে যা ঘটেছে, তাতে সাফ হয়ে গেছে, সরকারকে বিপাকে ফেলতে বিরোধী-শিবির পুরোপুরি হোমওয়ার্ক করেই প্রস্তুত ছিল| সরকারের জনবিরোধী কাজকর্ম প্রকাশ করে ভোটের হাটে কংগ্রেসকে বিপাকে ফেলার সুযোগ হাতছাড়া করবেন না বিরোধীরা| তাই আজ অনেকটা আগ্রাসী মেজাজেই ছিলেন বিরোধী বিধায়করা| এখানে উল্লেখ করা যেতে পারে, তরুণ গগৈয়ের টানা তৃতীয় কার্যকালের এটাই অন্তিম অধিবেশন| এরপর বসবে চতুর্দশ বিধানসভার অধিবেশন|
বিধানসভা থেকে বাইরে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখামুখি হলে রাজ্যপাল আচার্য বলেন, গণতন্র্রে সবাইকে বলার সুযোগ দিতে হয়, সবার কথা ধৈর্য সহকারে শুনতে হয়, এটাই রীতি| কিন্তু আজ সদনের ভিতরে বিরোধীরা যা ঘটালেন তা অত্যন্ত দুঃখজনক| এটা কাঙ্ক্ষিত নয় বা উচিতও নয়|
এদিকে, ৩৩ হাজার ৬৮৭ কোটি ৮৩ লক্ষ ২১ হাজার টাকার দাবি মঞ্জুরি ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করেছেন রাজ্য অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেটের বদলে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয়মাসের জন্য ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করে কেবল সরকারের জয়গান গেয়েছেন মুখ্যমন্ত্রী| এর ফাঁকে কেন্দ্রীয় সরকারের অনুদানে চলমান বেশ কয়েকটি প্রকল্পের বরাদ্দ কেন্দ্র কর্তন করেছে বলতেও ছাড়েননি তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *