BRAKING NEWS

গোমতী জেলায় যান চলাচলে কিছু বিধি নিষেধ আরোপ

Gomati Districtনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার বিভিন্ন রাস্তা ও সড়ককে জনসাধারণের ও যানবাহন চলাচলে বাধা বিপত্তি এড়াতে এবং দূষণ মুক্ত রাখতে কিছু কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ গোমতী জেলার পুলিশ সুপার এক আদেশে এই বিধি নিষেধ আরোপ করেছেন৷ এই আদেশে বলা হয়েছে কিছু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্মের জন্য রাস্তাঘাটে যানবাহন ও জনসাধারণ চলাচল বিঘ্নিত হচ্ছে৷ তাই ত্রিপুরা পুলিশ আইন, ২০০৭-এর ৮১ ধারা অনুসারে এই আদেশে বলা হয়েছে জেলার পার্কিং-এর জন্য নির্দিষ্ট রাস্তা ও সড়ক ব্যতিত অন্য কোথাও যানবাহন পার্কিং করা যাবে না৷ জেলার রাস্তা ও সড়কে নির্মাণ  সামগ্রী বা অন্য কোন সামগ্রী জমিয়ে রাখা  যাবে না৷ রাস্তা ও সড়কগুলিতে কোন ধরনের আবর্জনা, নির্মাণ সামগ্রী ছঁুড়ে ফেলা যাবে না৷ কোন  ব্যক্তি রাস্তা বা  সড়কে অবাঞ্চিত আচরণ করতে পারবেন না৷  এই আদেশ গত ৩০ জানুয়ারি ২০১৬থেকে কার্যকর হয়েছে এবং আগামী ২৭ জুলাই, ২০১৬ পর্যন্ত বলবৎ থাকবে ( এর আগে যদি এই আদেশ প্রত্যাহার না হয়)৷ এই আদেশ অমান্য করলে ত্রিপুরা পুলিশ আইন, ২০০৭ এর ৮২ ধারা এবং ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *