BRAKING NEWS

উপত্যকায় সরকার গঠনে জটিলতা অব্যাহত, বিজেপি ও পিডিপিকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ রাজ্যপালের

N N Bohraশ্রীনগর, ১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়ে জটিলতা এখনও কাটেনি| এরই মধ্যে সরকার গঠন প্রসঙ্গে বিজেপি ও পিডিপি-কে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিলেন রাজ্যপাল এন এন ভোরা| মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বিজেপি-পিডিপিকে সরকার গঠন প্রসঙ্গে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল|
গত ৭ জানুয়ারি মারা গিয়েছেন মুফতি মহম্মদ সঈদ| তাঁর মৃতু্যর পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা মেয়ে মেহবুবা মুফতির| কিন্তু, রাষ্ট্রীয় শোক শেষ না হওয়া পর্যন্ত শপথ নেবেন না বলে জানিয়ে দেন তিনি| এরই মধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুফতির বৈঠকে জল্পনা শুরু হয় সরকার গঠনের নয়া সমীকরণ নিয়ে|
এদিকে, রবিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মেহবুবা স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পিডিপি-র মূল রাজনৈতিক আদর্শ থেকে সরে আসা সম্ভব নয়| পাশে কাউকে না পেলে, তিনি একা চলতেও রাজি! প্রয়োজনে ফের এক বার কাশ্মীরের মানুষের কাছে মতামত জানতে চাওয়া যেতে পারে বলে দলীয় ওই বৈঠকে জানিয়েছেন মেহবুবা| বিজেপি যদিও প্রকাশ্যে জানিয়েছে, পিডিপি-র সঙ্গে সম্পর্ক একই রকম আছে| জোটে কোনও সমস্যা নেই| মেহবুবা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *