পাটনা, ১ ফেব্রুয়ারি (হি.স.): ভগবান রামের বিরুদ্ধে মহিলাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী| বিহারের আইনজীবী ঠাকুর চন্দন কুমার সিং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রামের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন| তঁার অভিযোগ, অগ্নিপরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও অর্ধাঙ্গিনী সীতাকে আজীবন বনবাসে পাঠিয়ে মহিলদের প্রতি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন রাম|
ওই আইনজীবী আরও বলেছেন, `দেবীকে বিনা অপরাধে বনবাসে পাঠানো হয়| এটা রাজা রামের একটা অন্যায় নির্দেশ| একজন মানুষ তঁার স্ত্রীর প্রতি কীভাবে এতটা নিষ্ঠুর হন, যে তঁাকে জঙ্গলে বাস করার নির্দেশ দিতে পারেন| ভগবান রাম এক মুহুর্তের জন্যও ভাবেননি একজন মহিলা কীভাবে বন্য জন্তু, সরীসৃপের মাঝে একা একা জীবন কাটাবে|’ সোমবার ছিল এই মামলার শুনানি|
2016-02-01