চেন্নাই, ১ ফেব্রুয়ারি (হি.স.): তিরগতিতে ছুটে যাওয়া ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃতু্য হল ১৬ বছরের এক ছাত্রের| চেন্নাইয়ের ঘটনা| মৃত ছাত্রের নাম দীনেশ| এলাকার একটি জুলজিক্যাল পার্ক থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির ছাত্র দীনেশ| হঠাত্ তঁার মাথায় আসে ট্রেনের সঙ্গে সেলফি তোলার চিন্তা| মোবাইল হাতে সেলফি তোলার জন্য রেললাইনের ধারে দঁাড়িয়ে পড়ে দীনেশ| তবে, ট্রেনের দুরন্ত গতির টানে সামলাতে পারেনি সে| ঘটনাস্থলেই দীনেশের মৃতু্য হয়|
এই ঘটনার পর সেলফি ম্যানিয়ার জেরে মৃতু্যর তালিকায় যুক্ত আরও একটা নাম| গত বছর বিশ্বজুড়ে সেলফি তুলতে গিয়ে ২৭ জনের মৃতু্য হয়েছে| এর মধ্যে অর্ধেকই ভারতের ঘটনা|