বারাণসী, ১ ফেব্রুয়ারি (হি.স.): চিকিত্সক ভুল ইঞ্জেকশন দেওয়ায় দৃষ্টিশক্তি হারালেন ৭ জন রোগী| এমনই অভিযোগ উঠেছে বারাণসীর স্যার সুন্দরলাল হাসপাতালের এক চিকিত্সকের বিরুদ্ধে| অভিযুক্ত চিকিত্সকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে ওষুধটি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেটি বাইরে থেকে কেনা| পুলিশ জানিয়েছে, ওই সাত রোগী ড. ওপিএস মৌর্য নামে এক বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অধীনে ছিলেন| তিনিই তাঁদর ২৩৫০০ টাকা দামের একটি ইঞ্জেকশন কিনতে বলেন| সেটি প্রয়োগের পরই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বলে অভিযোগ জানিয়েছেন ওই রোগীরা| ওই প্রফেসরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে|