মুখ্যমন্ত্রীর সাথে কথা বলল মণিপুরের ছয়টি সুকলের ছাত্রছাত্রীরা

CM MANIPUR CHILDRENনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ জানার আগ্রহে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ণ ছিল অনেক৷ কিন্তু, উৎকন্ঠায় কিছুটা লজ্জায় সব প্রশ্ণ করা হলোনা৷ তবে সব শেষে মনিপুরের জিরিবাম এলাকায় ছয়টি সুকলের ছাত্র ছাত্রীরা ফিরে গিলেন হাসি মুখে৷ ত্রিপুরা বিষয়ে অনেক কিছু জেনে৷ জাতীয় সংহতিমূলক ভ্রমনে জিরিবাম এলাকার ছয়টি সুকলের ছাত্রীছাত্রীদের ত্রিপুরায় নিয়ে আসে আসাম রাইফেলস৷ ছয় দিনের সফরে ৪০ জন ছাত্রছাত্রী ঊনকোটি, যাদুঘর আগরতলার অনেক জায়গা ঘুরে দেখেছে৷ আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে আসে তারা৷ আগরতলা কেমন লাগলো? মাইক্রোফোন অন করে সপ্তম শ্রেনীর ছাত্রীটি জানালো, খুব সুন্দর৷ পরিষ্কার পরিচ্ছন্ন৷ কোথাও প্লাষ্টিকের ক্যারি ব্যাগ দেখা গেলেনা৷ ক্ষণিকের বিরতি, মুখ্যমন্ত্রী জানতে চাইলেন কে কি হতে চায়৷ কেউ বললো ডাক্তার, কেউ ইঞ্জিনীয়ার৷ একটি ছোট্ট ছেলে আই পি এস হতে চায়৷ এক ছাত্রী জানতে চায়, ত্রিপুরা এতো উন্নতি করলো কি করে? মুখ্যমন্ত্রী তাদের জানালেন, রাজ্য সরকার ত্রিপুরাবাসীর উন্নতিতে কাজ করছে৷ এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, ভিলেজ কমিটি আছে৷ পঞ্চায়েত, ভিলেজ কমিটিই ঠিক করছে তাদের এলাকার উন্নতি কিভাবে হবে৷ রাজ্য সরকার সব ছাত্রছাত্রীর শিক্ষার ব্যবস্থা করেছে৷ অষ্টম শ্রেনী পর্যন্ত সবাইকে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে৷ মিড ডে মিলের ব্যবস্থা আছে৷ কলেজে পড়তে কোন টাকা লাগেনা৷ রাজ্য সরকার সবার জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেচে৷ রাজ্যের প্রায় ১৭ শতাংশ মানুষ সরকারি চিকিৎসা পাচ্ছেনা৷ এর পরও মানুষের সমস্যা আছে৷ রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে৷
এক ছাত্র জানতে চায় ত্রিপুরায় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা কিভাবে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী জানালেন, সাধারণ মানুষ যদি প্রশাসনকে সাহায্য না করে তবে সাফল্য পাওয়া যায়না৷ রাজ্য সরকার নিরাপত্তা কর্মীদের বলেছে সাধারন মানুষের মন জয় করতে হবে৷ কাউকে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়৷ কয়েকজন ছাত্রছাত্রী জানতে চায় এই রাজ্যের ভাষা কি, ককবরক কাদের ভাষা, রাজ্যবাসীর প্রধান পেশা কি৷ সব প্রশ্ণেরই উত্তর দেন মুখ্যমন্ত্রী৷ পরে তিনি প্রতিটি ছাত্রছাত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন৷ উপহারের মধ্যে আছে বাঁশ বেতে তৈরী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *