নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আগামী ৪ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশের মথুরায় শুরু হচ্ছে বিজেপির সর্বভারতীয় যুব সমাবেশ৷ চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত৷ যুব সমাবেশের সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সমাপ্তি দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে যুব মোর্চার রাজ্য প্রভারি সৌরভ সিকদার সাংবাদিক সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন, রাজ্য থেকে সর্বভারতীয় সম্মেলনে ২০০ জন প্রতিনিধি অংশ নেবেন৷ গোটা দেশ থেকে এই সম্মেলনে অংশ নেবেন দুই হাজার প্রতিনিধি৷ যুব মোর্চার সর্বভারতীয় সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ যুব মোর্চার সমাবেশ থেকে দেশের যুব সমাজের জন্য নতুন বার্তা মিলবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন৷
2016-01-31