নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ শনিবার রাতে বড়দোয়ালী পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় একটি মারুতি গাড়িতে মদমত্ত অবস্থায় তিনজনকে আটক করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গেছে টিআর০১-এএফ-০৪৩৮ নম্বরের মারুতি গাড়ি থেকে দুজন মহিলা এবং একজন পুরুষকে অসংলগ্ণ অবস্থায় পুলিশ আটক করেছে৷ সূত্র অনুসারে জানা গেছে, তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ ঝগড়া করছিলেন৷ চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় জনগণ এগিয়ে গিয়ে তাদেরকে মদ্যপ অবস্থায় পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এডিনগর থানায়৷ পুলিশ এসে তাদেরকে গাড়ি সহ আটক করে নিয়ে যায়৷ এদিকে, পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন৷ রাস্তায় দাঁড়িয়ে স্বামী-স্ত্রী ঝগড়া করছিলেন বলে পুলিশে স্বীকারোক্তি দিয়েছেন৷ তবে, আদৌ তারা স্বামী-স্ত্রী কিনা এনিয়ে পুলিশ নিশ্চিতভাবে কিছু জানায়নি৷
2016-01-31