নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): ফের একবার দলবিরোধী মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা| এবার তঁার আক্রমণের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য প্রধানমন্ত্রীকেই ঘুরিয়ে কাঠগড়ায় তুলেছেন এই শত্রঘ্ন|
শনিবার সকালে টুইট করেন পাটনার এই সাংসদ| সেখানে তিনি লেখেন, `আমাদের প্রগতিশীল প্রধানমন্ত্রীর প্রতি আমার প্রবল আস্থা আছে| কিন্তু, আশ্চর্যের বিষয় হল কোন উপদেষ্টার পরামর্শে তিনি অরুণাচল প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন|’ এই টুইটের মিনিট দুই পরে আরেকটি টুইটে তিনি জানান, `বর্তমানে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন| এহেন অবস্থায় সুপ্রিম কোর্টের রায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গেলে তার জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রীকেই|’ একইসঙ্গে বিরোধী কংগ্রেস যে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাবে তাও বুঝিয়ে দিয়েছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা|