চালককে মারধর করে গাড়ি ছিনতাই, দুসৃকতিদের টিকির নাগাল পায়নি পুলিশ

Boleroনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারি৷৷ আবারও কদমতলা থানা এলাকার ভারত বাংলা ও ত্রিপুরা আসাম মেক্সি ট্রাক ছিনতাই৷ এলাকায় তীব্র চাঞ্চল্য৷ ঘটনাটি ঘটে শনিবার ভোরে৷ টিআর০৫ওয়াই১৬৭৮ নম্বরের মালবাহী মেক্সি ট্রাক আসামের করিমগঞ্জ থেকে ৩১ বস্তা মুরগির খাবার নিয়ে ত্রিপুরায় আসছিল৷ পুলিশ ও করফাঁকি দেবার উদ্দেশ্যে আসামের কঁুকিতল দিয়ে ত্রিপুরার তারকপুর হয়ে রাজ্যে প্রবেশ করে সীমান্ত এলাকা তারকপুর আসার পর ৭-৮ জনের একটি দুষৃকতিকারী দল বুলেরো গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির চালক তথা গাড়িটির মালিক ধ্রুব ধর তথা পানিসাগরের চামটিলার বাসিন্দাকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে বলেরো গাড়িটিকে ছিনতাই করে নিয়ে যায়৷ ঘটনাটি গতকাল কাকভোরে৷ তারপর আহত চালক কদমতলা থানাতে এসে গাড়ি ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেন৷ মামলাটির নম্বর এক্সডি২/পিএস /২৩/২০১৬৷ কদমতলা থানার পুলিশ গোটা দিন চিরুনি তল্লাশি চালিয়ে শনিবার গভীর রাতে ছিনতাই হওয়া বুলেরো গাড়িটিকে চুড়াইবাড়ি থানাধীন  লক্ষ্মীনগর গ্রাম থেকে উদ্ধার করতে সক্ষম হয়৷ গাড়িতে মজুত ৩১ বস্তা মুরগির খাবারও উদ্ধার হয়েছে৷  বর্তমানে ছিনতাই হওয়া গাড়িটি কদমতল থানাতে রাখা হয়েছে৷ এদিকে কদমতলা থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী জানিয়েছেন, তারকপুর এলাকাটি বাংলাদেশ ও আসামের সীমান্ত এলাকা হওয়াতে বৈরীদের আনাগোনা হয়৷ তাই এই ছিনতাই চক্রে বাংলাদেশ ও আসামের লোক জড়িত থাকতে পারে৷ তবে পুলিশ খুব শীঘ্রই ঐ ছিনতাইবাজদের জালে তুলবে বলে আশ্বাস দিয়েছেন ওসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *