BRAKING NEWS

এডিসি প্রশাসনের কাজে ভুল-ত্রুটি থাকলে সংশোধনের আশ্বাস রাধার

TTAADCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার মধ্য দিয়ে এডিসি এলাকার উন্নয়নে সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ আজ জিরানিয়ার চারটি ব্লক এলাকার ভিলেজ কমিটির প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গণদেবতাদের প্রতি এই আহ্বান জানান তিনি৷ তিনি বলেন, এবারের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷ যাদের হাতে ভিলেজ কমিটির দায়িত্ব অর্পণ করা হবে তারা সঠিকভাবে ভিলেজ পরিচালনা করতে সমর্থ হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ এডিসি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ সার্বিক উন্নয়নের তাগিদেই ভিলেজি কমিটি নির্বাচনেও সিপিএম প্রার্থীদের জয়ী করা জরুরি বলে তিনি উল্লেখ করেন৷ শ্রী দেববর্মা বলেন, এ রাজ্যে বামফ্রন্ট সরকার এবং এডিসি প্রশাসন হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে৷ সেক্ষেত্রে ভিলেজ কমিটিগুলিও সিপিএমের দখলে থাকলে উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে আরো সহজ হবে৷ বামফ্রন্ট ছাড়া রাজ্যের উন্নয়নে কোন রাজনৈতিক দলই তেমন কোন উদ্যোগ নেয়নি বলে তিনি অভিযোগ করেন৷ এযাবত এডিসিতে দশ বছর বিরোধীরা শাসন ক্ষমতা ভোগ করেছে৷ তাদের আমলে লুটতরাজের প্রশাসন কায়েম হয়েছিল৷ উন্নয়ন মূলক কাজকর্মের টাকা লুটেপুটে খাওয়া হয়েছে৷ কিন্তু বাম আমলে এধরনের কোন নজির নেই৷ উন্নয়নের টাকা সঠিক খাতে খরচ করে এডিসি এলাকাকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ আইপিএফটি সহ কয়েকটি রাজনৈতিক দলের স্লোগানেরও তীব্র সমালোচনা করেছেন তিনি৷ এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে তিনি আখ্যায়িত করেছেন৷ এই দাবির কোন ভিত্তি থাকতে পারেনা বলে তিনি মনে করেন৷ এডিসি প্রশাসন এডিসি এলাকার সার্বিক উন্নয়নেই কাজ করে চলেছেন৷ কোন ভুলত্রুটি থাকলে  এডিসি এলাকার জনগণ ধরিয়ে দেবেন৷ বর্তমান প্রশাসন এসব যুক্তি মেনে নিয়ে সংশোধনের  পথে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ উন্নয়নের নিরিখেই ভিলেজ কমিটি নির্বাচনেও সিপিএম প্রার্থীদের জয়ী করার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷ উল্লেখ্য, জিরানিয়ার চারটি ব্লক এলাকায় ৫১টি ভিলেজ কমিটি রয়েছে৷ ৫১টি ভিলেজ কমিটির ওয়ার্ড সংখ্যা ২২৮টি৷ আসন রয়েছে ৩৮৫টি৷ ৩৮৫টি আসনের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৭৫ জন এবং পুরুষ প্রার্থী রয়েছেন ২০৫জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *