ইট বোঝাই লরি দূর্ঘটনায় গুরুতর চার

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৮ জানুয়ারী৷৷ ইট বোঝাই লরি দূর্ঘটনায় চালকসহ গুরুতর জখম হয়েছেন চারজন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পি আর বাড়ি থানার অধীন আনন্দপুর এলাকায়৷ জানা গিয়েছে টিআরএল-৫৭৩২ নম্বরের একটি ডিআই ট্রাক চিত্তামারা থেকে গৌরাঙ্গবাজার যাচ্ছিল৷ আনন্দপুর এলাকায় একটি কমান্ডার জীপকে পাস দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটি রাস্তার পাশে উল্টে যায়ে৷ তাতে লরির চালক উত্তম দেবনাথ এবং অন্য তিন শ্রমিক জয়ধন দাস, শিবু দাস এবং কানুলাল দাস গুরুতর জখম হন৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গেই পি আর বাড়ি থানার পুলিশকে জানায়৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় আহতদের নিহারনগর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে থেকে তাদের বিলোনীয়া হাসপাতালে রেফার করা হয়েছে  বলে জানা গিয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷