BRAKING NEWS

আইপিএলে পুণে দলের অধিনায়ক হলেন ধোনি, ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

dhoniকলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই খেলবে রাইজিং পুণে সুপারজায়েন্টস দল| সোমবার রাইজিং পুণে সুপারজায়েন্টস দলের অধিনায়ক হিসেবে ধোনির নাম ঘোষণা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কো| তিনি বলেন, পুণের অধিনায়ককে অভিনন্দন| দেশের হয়ে যে ভাবে তিনি নেতৃত্ব দিয়ে এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস পুণেকেও সেই ভাবেই নেতৃত্ব দেবেন|
একটা মরসুমের জন্য ধোনিকে কেন বাছলেন তিনি? এ প্রসঙ্গে সঞ্জীববাবু বলেন, ২০১৬-র দিকেই আমাদের লক্ষ্য| পাশাপাশি দল গঠনও| সে কারণেই ধোনিকে নেওয়ার সিদ্ধান্ত| দলে ধোনির নেতৃত্বে খেলবেন স্টিভ স্মিথ, ডুপ্লেসি, অজিঙ্ক রাহানেরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *