হানিট্র্যাপ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার, মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী

manohar parikkarজয়পুর, ১৬ জানুয়ারি (হি.স.): হানিট্র্যাপ রুখতে সমস্তকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার| শনিবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর| এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এরকম গুপ্তচরবৃত্তি উঁচু স্তর পর্যন্ত নেই বলেই আমি মনে করি| কিছু ঘটনা সামনে এসেছে, তবে তা নিচু স্তরেই| আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি|
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা সতর্ক থাকলে হানিট্র্যাপের মতো বিষয়গুলি এড়ানো সম্ভব| আমাদের সবসময় সতর্ক থাকতে হবে| নিয়োগ ও প্রশিক্ষণের সময় এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে| সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করার ক্ষেত্রেও কিছু স্পষ্ট গাইডলাইন রয়েছে|
সম্প্রতি গোপন তথ্য পাচারের অভিযোগে রঞ্জিত কেকে নামে এক বায়ুসেনা আধিকারিককে গ্রেফতার করা হয়| হানিট্র্যাপে পড়েই সে এই কাজ করেছে বলে দিল্লি পুলিশের দুর্নীতিদমন শাখা সূত্রে খবর|