ওয়াগাদোগো, ১৬ জানুয়ারি (হি.স.): জঙ্গি হামলায় রক্তাক্ত হল পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো| দেশের রাজধানী ওয়াগাদোগো-র একটি বিলাসবহুল হোটেলে আল-কায়েদা হামলায় ২০ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন অন্তত ১৫ জন| শুক্রবার রাতে ওয়াগোদোগো-র একটি চার তারা হোটেল ও পাশের ক্যাপুচিনোয় হামলা চালায় আল-কায়েদা| রাষ্ট্রপূঞ্জের কর্মী ও বিদেশিদের কাছে জনপ্রিয় ওই হোটেলে বিস্ফোরণের পর প্রায় তিন ঘন্টা ধরে গুলির লড়াই চলে| ঘটনাটি ঘটার পঁাচ ঘন্টা পর সেখানে পেঁ ছে জঙ্গি দমনের চেষ্টায় বিস্ফোরকের ব্যবহার করে কম্যান্ডো বাহিনী| এরপর আচমকাই আগুন লেগে যায় হোটেলটিতে| উল্লেখ্য, গত নভেম্বরে বোমাকোর র্যা ডিসন ব্লু হোটেলে হামলার মাত্র দু’মাসের মধ্যে ফের জঙ্গি হানার শিকার হল পশ্চিম আফ্রিকা|
ওই দেশের বিদেশ মন্ত্রী আলপা ব্যারি জানিয়েছেন, এখনও অনেকে আটকে রয়েছেন| হামলার জায়গা নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছেন| হামলার পর হোটেলের সামনে প্রায় ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়| শহরের প্রধান হাসাপাতাল ইয়ালগাডো ওয়েদ্রাগো সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ জনের মৃতু্য হয়েছে, ১৫ জন আহত, হোটেলে এখনও অন্তত ১৪৭ জন লুকিয়ে রয়েছেন| হামলার দায় স্বীকার করেছে আল কায়দার ছায়া সংগঠন আকিম| জঙ্গিরা হোটেলের কর্মচারি ও পর্যটকদের পণবন্দি করে নেয় বলে জানা গিয়েছে|
2016-01-16