নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বড়জলা কাঠের মিল সংলগ্ণ স্থানে সোমবার রাত সোয়া নয়টা নাগাদ পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার মুখমন্ডল থেঁতলে গেছে৷ মৃত যুবকের নাম রামা বিন৷ তারবাড়ি নতুননগরের বিন পাড়ায়৷ জানা গেছে বাইক নিয়ে তারা বাড়িতে ফিরছিল৷ এদিকে, বিপরীত দিক থেকে একটি ট্রাকগাড়ি আসছিল৷ বাইকটি দ্রুতবেগে যাচ্ছিল৷ ট্রাকের চালক অবস্থা বেগতিক দেখে গতি আগে থেকেই কমিয়ে নেন৷ কিন্তু তা সত্ত্বেও দ্রুতগামী বাইক নিয়ে চালক লরির সাথে ধাক্কা লাগে৷ বাইক নিয়ে তারা লরির চাকার নিচে পড়ে যায়৷ তাতে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়৷ অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায়৷ বাইক ও ট্রাক আটক করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷
2016-01-12