গুরুদাসপুরে স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত ৩ শিশু, আহত ১৪

ACCIDENTগুরুদাসপুর, ১২ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের গুরুদাসপুরে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার মৃতু্য হল ৩ শিশুর| মর্মান্তিক এই ঘটনায় আহতের সংখ্যা ১৪| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| মঙ্গলবার সকালে গুরুদাসপুরের ফতেহগড় চুরিয়ান শহরে দুর্ঘটনাটি ঘটে|
পুলিশ সূত্রের খবর, এদিন সকালে স্কুলে যাওয়ার সময় ঘণ কুয়াশার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন| সেই সময় একটি ট্যাক্সি ধাক্কা মারলে বাসটি খাদে পড়ে যায়| মর্মান্তিক এই ঘটনায় মৃতু্য হয় ৩ শিশুর| আহতরা গুরুদাসপুর সরকারি হাসপাতালে চিকিত্সাধীন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *