অভিনবভাবে সাধারণতন্ত্র দিবস পালন করতে চলেছে গুজরাত সরকার

আমেদাবাদ, ১২ জানুয়ারি (হি.স) : অভিনবভাবে সাধারণতন্ত্র দিবস পালন করতে চলেছে গুজরাত সরকার| গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়েটির হাতে সরকারি স্কুলগুলিতে পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে মোদীর রাজ্য|
২০১৬ সালে অন্য মেজাজেই সাধারণতন্ত্র দিবস পালন করবে গুজরাত| গ্রামের সরকারি স্কুলে পতাকা উত্তোলন করবে সেই গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়েটি| এই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি সরকারি স্কুলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে|
গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়েদের হাতে শুধু পতাকা উত্তোলনই নয়, সম্মান জানানো হবে তাঁদের বাবা-মায়েদেরও| সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান করার জন্য স্কুলগুলিকে ৩০০ টাকা করে দেওয়া হবে| সাধারণতন্ত্র দিবসে সরকারি স্কুলগুলিতে আয়োজিত অনুষ্ঠানের থিম হল `বেটি কো সালাম, দেশ কে নাম’|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *