শিলং, ৯ জানুয়ারি (হি.স.): মেঘালয়ের ইস্ট গারো পার্বত্য অঞ্চলে জোরালো বিস্ফোরণে মৃতু্য হল দুই জনের| আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ| শনিবার সকালে ইস্ট গারো হিসলের উইলিয়াম নগর মার্কেটে জোরালো বিস্ফোরণ হয়| পুলিশের অনুমান, গারো ন্যাশনাল লিবারেশন আর্মি এই বিস্ফোরণ ঘটিয়েছে| উল্লেখ্য, গত বছর এখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় ৪০ জন জঙ্গি|
2016-01-09