মুঘলসরাই, ৯ জানুয়ারি (হি.স.): ফের চলন্ত ট্রেনে মহিলাকে শ্লীলতাহানি| ফের কাঠগড়ায় সেনাকর্মী| ঘটনায় অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম দিলের সিং| গয়া জংশন স্টেশনের কাছে দিল্লিগামী হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে| ট্রেন মুঘলসরাই স্টেশন পেঁ ছলে অভিযুক্ত জওয়ানকে নিজেদের হেফাজতে নেয় জিআরপি|
কিছুদিন আগেই হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত কামরায় এক কিশোরী মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ ওঠে| এই অভিযোগে ঝাড়কণ্ডের মধুপুর স্টেশনে ট্রেন থেকেই গ্রেফতার করা হয় এক সেনা জওয়ানকে| পরে আরও দুই বিএসএফ জওয়ানকেও গ্রেফতার করা হয়েছে| সেই ঘটনার রেশ এখনও কাটেনি, এরই মধ্যে ফের চলন্ত ট্রেনে মহিলাকে শ্লীলতাহানি| ফের অভিযোগ সেনাকর্মীর বিরুদ্ধে|
2016-01-09