শিমলায় ভয়াবহ আগুনে ভস্মীভূত ৬টি দোকান, চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

fire phtoশিমলা, ৮ জানুয়ারি (হি.স.): শিমলার নিম্নবাজার এলাকায় ভয়াবহ আগুন| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ৬ টি দোকান| শুক্রবার ভোররাতে নিম্নবাজার এলাকায় ৬ টি দোকানে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁ ছয় দমকলের ইঞ্জিন| প্রায় চার ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|