জল্পনার অবসান, ইনক্রেডিবল ইন্ডিয়ার পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন অমিতাভ

AmitabhBachchanনয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): যাবতীয় জল্পনার অবসান| ইনক্রেডিবল ইন্ডিয়া-র পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন| কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে অমিতাভকেও| সূত্রের দাবি, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আগামী তিন বছরের জন্য থাকছেন অমিতাভ|
এর আগে বিগত দশ বছর ধরে বেসরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি করা হত| এ বার সরাসরি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক বর্ষীয়ান এই বলিউড অভিনেতাকে ইনক্রেডিবল ইন্ডিয়া-র প্রচার কাজে নিযুক্ত করল| এ বিষয়ে বৃহস্পতিবার অমিতাভ জানিয়ে ছিলেন, `এখনও কেউ আমাকে এ বিষয়ে কিছু বলেননি| তবে আমি দেশের জন্য এই ধরনের প্রচারে কাজ করতে ভীষণভাবে আগ্রহি| আমি দেশের জন্য এই ধরণের প্রচারের কাজ আগেও অনেক করেছি| আমার কাছে এই প্রস্তাব এলে আমি খুব খুশিই হব|’ এর আগে বিগত দশ বছর আমির খান ছিলেন ইনক্রেডিবল ইন্ডিয়া-র প্রচারের মুখ| গত বুধবারই জানা যায়, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির|