নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ আগরতলা পর্যন্ত ব্রডগেজে ট্রায়াল রানে ইঞ্জিন আসছে ১৩ জানুয়ারি৷ এই উপলক্ষ্যে রাজ্যে আসবেন রেল প্রতিমন্ত্রী এম কে সিং৷ এদিকে, বুধবার পরিবহনমন্ত্রী মানিক দে পূর্বোত্তর রেলের নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার হরপাল সিংকে সাথে নিয়ে আগরতলা রেলস্টেশন পরিদর্শন করেন৷ [vsw id=”sb8Sd1b_0_c” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]মূলত, ট্রায়াল রানে আগামী ১৩ জানুয়ারি যে ইঞ্জিন আসছে তারই প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন পরিবহন মন্ত্রীর নেতৃত্বে দপ্তরের পদস্থ আধিকারিকরা এবং পূর্বোত্তর রেলের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার আগরতলা রেলস্টেশন চত্বর সরজমিনে ঘুরে দেখেন৷
উল্লেখ্য, উত্তরপূর্ব রেলওয়ের নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার হরপাল সিং বুধবার আগরতলা রেল স্টেশন পরিদর্শন করেছেন৷ রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দে, পরিবহন সচিব বনমালী সিনহা, এসডিএম মানিকলাল দাস সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরাও বুধবার আগরতলা রেলস্টেশন পরিদর্শন করেছেন৷ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকারের সফরকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই আগরতলা রেলস্টেশনে ব্যাপক কর্মব্যস্ততা পরিলক্ষিত হয়৷ রেল কর্মী সহ সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার আগরতলা রেল স্টেশনের কাজকর্মের অগ্রগতি প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আগরতলায় ব্রডগেজ রেল চলাচল শুরু করবে৷ আগামী ১৩ জানুয়ারি ব্রডগেজ ইঞ্জিন আগরতলা পর্যন্ত ট্রায়াল রানে আসছে৷ ব্রডগেজ ইঞ্জিনের ট্রায়াল রানকে স্বাগত জানাতে এদিন আগরতলা রেলস্টেশনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী এম কে সিং, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, পরিবহনমন্ত্রী মানিক দে সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা৷ উল্লেখ্য, বদরপুর থেকে বিশালগড় পর্যন্ত ব্রডগেজ লাইন নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে৷ ইচ্ছে করলে ১৩ জানুয়ারি বিশালগড় পর্যন্ত ব্রডগেজের ইঞ্জিন ট্রায়াল রান দিতে পারবে৷ তবে, নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার জানিয়েছেন, আগরতলা পর্যন্তই ট্রায়াল রান হচ্ছে৷ আগরতলা স্টেশনে ১৩টি ট্র্যাক রয়েছে৷ প্ল্যাটফর্ম রয়েছে তিনটি৷ দেশের অন্যান্য রেলস্টেশনগুলোতে দুটি করে প্রবেশপথ রয়েছে৷ আগরতলা রেলস্টেশনেও দুটি প্রবেশ পথ তৈরি করার জন্য রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন৷ আগরতলা রেলস্টেশন পরিদর্শন কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার হরপাল সিং জানান, আখাউড়া-আগরতলা রেল পথের কাজও খুব শীঘ্রই শুরু হবে৷ জমি নিয়ে জটিলতা কেটে গেলেই রেলপথ নির্মাণ কাজ শুরু হয়ে যাবে৷
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রডগেজ ইঞ্জিন আমবাসা পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করেছে৷ গত সোমবার রাতে মালবাহী ট্রেন ধর্মনগর হয়ে আমবাসা পর্যন্ত পৌঁছেছে৷ আগরতলা পর্যন্ত ব্রডগেজের ইঞ্জিনের ট্রায়াল রান সম্পন্ন হলে অনায়াসেই আগরতলা পর্যন্ত মালবাহী ট্রেন ট্রায়াল রান দেবে বলে ধারণা করা হচ্ছে৷ এই কাজ সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই পণ্যবাহী ট্রেনের চলাচলের পাশাপাশি রেলের সেফটি কমিশনার যাত্রীবাহী ট্রেন চলাচলের ছাড়পত্র দিতে পারে৷ এই ছাড়পত্র পাওয়ার পরপরই আগরতলা পর্যন্ত ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে৷
2016-01-07