নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সিপিএম পার্টিকে বিপ্লবী পার্টি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ সদ্য সমাপ্ত পার্টি প্লেনাম থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ পার্টি প্লেনাম শেষে রাজ্যে ফিরে এসে এই তথ্য জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তিনি বলেন, মানুষের কাছে গিয়ে মানুষকে নিয়ে গণ সংগ্রাম গড়ে তুলতে হবে৷ গণসংগ্রাম গড়ে তোলার মধ্যে দিয়ে পার্টিকে বিপ্লবী পার্টি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে৷ প্লেনামে আলোচনার বিষয়গুলির কিয়দাংশ তুলে ধরে রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, দলে নারী ও যুবকদের সংখ্যা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে৷ আগামী তিনবছরের মধ্যে মহিলা সদস্য ২৫ শতাংশ এবং ১৮-৩১ বছর বয়সী যুবকযুবতীদের সংখ্যা আরো ২০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এজন্য রাজ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ অসংগঠিত শ্রমিকদের ঐক্য গড়ে তোলার উপরও প্লেনামে জোর দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে গ্রামীণ এলাকার গরিব অংশের মানুষকে সংগঠিত করার পরামর্শ দেওয়া হয়েছে৷ শোষক শ্রেণীর বিরুদ্ধে গ্রামীণ শ্রমিকদেরকেও ঐক্যবদ্ধ করে তুলতে হবে৷ রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরই এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্যে নারী ও যুব সদস্য সংখ্যা বৃদ্ধি অভিযান শুরু করার জন্য ইতিমধ্যেই প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ অসংগঠিত শ্রমিকদের ঐক্যকে আরো সংগঠিথ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বিজনবাবু বলেন, জনগণের মধ্যে ঐক্য স্থাপনের কাজ করতে গেলে দেশের পরিবর্তিত আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিকাঠামোকে মাথায় রেখে শত্রু মিত্র বিবেচনা করে জনগণের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে৷ এক্ষেত্রে পার্টিকে গুণগতভাবে তৈরি করতে হবে৷ পার্টি সদস্যদের গুণগত মান বৃদ্ধির উপর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে৷ গুণগত মান বৃদ্ধির মধ্যে দিয়ে পার্টির ভবিষ্যৎ নির্ভর করবে বলে তিনি মনে করেন৷ সেজন্য সিপিএম রাজ্য কমিটি বিগত দিনগুলিতেও বিস্তারিত আলোচনা করেছে৷ আগামী দিনগুলিতে এই বিষয়টির বিশেষ গুরুত্ব দিয়ে পার্টি সদস্যদের গুণগত মান বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে৷ সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম জোট গঠন নিয়ে পার্টি প্লেনামে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি৷ এই প্রসঙ্গে তিনি বলেন, জোটের বাস্তবতা তেমনভাবে তৈরি হয়নি৷ কারণ, নীতিগত ভাবে বিরাট অংশের সভ্য তা সমর্থন করেননা৷ সে কারণেই জনগণের মধ্যে ঐক্য স্থাপনকেই প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে রাজ্য-দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকগুলিও তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক৷
2016-01-07