নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ এয়ারপোর্ট থানা এলাকার শালবাগানে বনদপ্তরের সংরক্ষিত এলাকায় এক অটো চালক ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম টুটুন কর্মকার৷ বাড়ি শালবাগান এলাকাতেই৷ আজ সকালে মৃতদেহটি ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয় লোকজনরা এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ জানা গেছে পারিবারিক কলহের জেরেই অটো চালক টুটুন কর্মকার আত্মহত্যা করেছে৷ টুটনের মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ অটো চালকদের মধ্যেও গভীর শোকেরছায়া নেমে আসে৷ এয়ারপোর্ট থানার পুলিশ এব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷
2016-01-05