মঙ্গলবার আসছেন কেন্দ্রের দুই মন্ত্রী, পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে হবে মত বিনিময়, বুধবার যাত্রা শুরু শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টমসের

Nirmala Nihalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ মঙ্গলবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমন এবং পঞ্চায়েতী রাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিহাল চাঁন্দ৷ মূলতঃ শ্রীমন্তপুরে আগামী বুধবার ল্যান্ড কাস্টমস স্টেশনের উদ্বোধন করতে শ্রীমতি সীতারমণ রাজ্য সফরে আসছেন৷ অন্যদিকে, রাজ্যে পঞ্চায়েতের কাজকর্মের বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে শ্রী চাঁন্দ আসছেন৷ উভয়েই বুধবারই রাজ্য ত্যাগ করবেন৷
মঙ্গলবার রাজ্য সফরে এসেই কেন্দ্রের দুই মন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন৷ বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তপন চক্রবর্তী সোমবার মহাকরণে সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার পাশাপাশি দপ্তরের অফিসারদের সাথেও পৃথকভাবে বৈঠক করবেন৷ বাণিজ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরা হবে৷ পূর্বোত্তরের শিল্পনীতি পুণর্বহাল করার জন্য রাজ্যের তরফে দাবী জানানো হবে৷ এদিন তিনি জানান, ভারত সরকার পূর্বোত্তরের জন্য পৃথক শিল্পনীতি বাতিল করে দিয়েছে৷ তাতে এই অঞ্চলে নতুনভাবে কোন বিনিয়োগ আসছে না৷
এদিকে মহাকরণ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী আগামীকাল রাজ্য সফরে এসে প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রীর উপস্থিতিতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং ষষ্ঠ তপশীল ভুক্ত এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসারদের সঙ্গে মত বিনিময় করবেন৷ বুধবার তিনি মান্দাই ব্লকের অন্তর্গত শিবনগর এডিসি ভিলেজ এবং কাঠিরামবাড়ি এডিসি ভিলেজে এমজিএন রেগা প্রকল্পের আওতায় উদ্যান শিল্প কেন্দ্র সহ বিভিন্ন কর্মস্থল পরিদর্শন করবেন৷ পাশাপাশি কঠিরামবাড়ি পঞ্চায়েত অফিসে রেগার মাধ্যমে যারা চা-বাগিচা গড়ে তুলেছেন সেইসব ক্ষুদ্র চা উৎপাদকদের সঙ্গে মত বিনিময় করবেন৷ এছাড়াও তিনি বাঁশ চাষ, চা চাষ, পুকুর খনন, গুচ্ছ গ্রাম, গুচ্ছ গৃহনির্মাণ ব্যবস্থা ইত্যাদি পরিদর্শন করবেন৷ এদিনই তিনি জিরানীয়ার অন্তর্গত উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ, ইন্দিরা আবাস যোজনায় গৃহনির্মাণ, মজলিশপুর পঞ্চায়েতের তত্বাবধানে ব্যক্তিগত বাসা বাড়িতে নির্মিত শৌচালয় এবং পিডিএফ তহবিলের আওতায় পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন পরিদর্শন করবেন৷ এরই পাশাপাশি তিনি উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কয়েকজন রেগার সুবিধা প্রাপকদের সাথে মত বিনিময় করবেন৷
আগামী বুধবার কেন্দ্রিয় বানিজ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে সোনামুড়ার শ্রীমন্তপুূর আন্তর্জাতিক স্থলবন্দরের৷ ১৬ কোটি টাকা ব্যায়ের এই প্রকল্পের উদ্বোধন ঘিরেই এখন জোড় ব্যাস্ততা সোনামুড়া জুড়ে৷ তৎপরতা বৃদ্ধি পেয়েছে স্থানীয় প্রশাসনের আন্দরেও৷ তৈরি হচ্ছে মঞ্চ, লাগানো হচ্ছে প্রস্তুর ফলক, চলছে সাজসজ্জার শেষ তুলির টান৷
সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্তে সাত দশমিক এগারো একর জায়গায় গড়ে উঠা সর্ব সুবিধাযুক্ত আন্তর্জাতিক এই স্থল বন্দরটির কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের আগষ্ট মাসে৷ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল ২ বছর৷ কিন্তু তার ৬ মাস আগেই কাজ সম্পন্ন করে ফেলে দায়িত্ব প্রাপ্ত ঠিকেদাররা৷ ১৬ কোটি টাকার ৯০ শতাংশই দিয়েছে কেন্দ্রিয় সরকার, আর ১০ শতাংশ রাজ্য কোষাগারের৷ একই কমপ্লেক্সে ইমেগ্রেসন সেন্টার, কাস্টমস বিল্ডিং, ডাম্পিং স্টেশন, ব্যাঙ্ক, পোষ্ট অফিস, সিক ডিস্পেনসরি, বি এস এফ বিল্ডিং, ওয়ার হাউসের সুবিধা নিয়ে এখন পরিষেবাদানের অপেক্ষায় শ্রীমন্তপুরের এই আধুনিক স্থল বন্দরটি৷ ২৭টি সিসি টি ভি কেমেরা, স্মোক ডিটেক্টর, ফায়ার ফাইটিং এর ব্যবস্থাও রয়েছে গোটা কমপ্লেক্সেটির নিরাপত্তা দানে৷ আগামী বুধবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণের হাত দিয়ে বেলা আড়াইটায় উদ্বোধন হবে এই প্রকল্পটির৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই এখন চলছে জোড় প্রস্তুতি৷ বিধায়কের মতে এই স্থল বাণিজ্য বন্দরটি সোনামুড়াও রাজ্য বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারন এখান থেকে মাত্র ১০ মিনিটে চলে যাওয়া যায় বাংলাদেশের ঢাকা চিটাগাং জাতীয় সড়কে ও জেলা সদর কুমিল্লায়৷
এখনো পর্যন্ত যা খবর আগরতলা থেকে হেলিকাপ্ঢারে মনারচক পর্যন্ত আসবেন কেন্দ্রিয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী৷ যেখানে থেকে সড়ক পথে আসবেন শ্রীমন্তপুরে৷ এই করানে বিদ্যুৎ প্রকল্প মনারচকের হেলিপেডটিকে প্রস্তুত করে রাখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *