নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ জানুয়ারি৷৷ আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকার বিরোধী ভোটারদের প্রচেষ্টায় সফল সভা অনুষ্ঠিত হয় বিরোধী মহাজোট গড়ার লক্ষ্যে৷ বাম বিরোধী মহাজোট ঐক্যের সফল সভাটি অনুষ্ঠিত হয় তুলাশিখর ব্লক এলাকার পশ্চিম লক্ষ্মীছড়া এসিডি ভিলেজের সোমবাড়িয়া বাজার গ্রামে৷ সাধারণ বিরোধী ভোটারদের ডাকে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আশি উর্দ্ধ বৃদ্ধ সুরেন্দ্র দেববর্মা৷ সভায় যোগ দেন আইপিএফটির আশারামবাড়ি ব্লক সভাপতি রতিশ দেববর্মা, আশারামবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি মলেন্দ্র দেববর্মা, বিজেপির মন্ডল নেতা রবীন্দ্র দেববর্মা ও তপন পাল, আইএনপিটির পূর্ব ডিভিশনের সহ সভাপতি মনজয় দেববর্মা ও মতিলাল দেববর্মা প্রমুখ ব্যক্তিরা৷ এনসিটি দলের পক্ষে কেউ যোগদান না করলেও উদ্যোক্তারা জানান এই বিরোধী মহাজোটে নেসিটি দলের পুরো সমর্থন রয়েছে৷ আজ দুপুরে পশ্চিম লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের সোমবাড়িয়া গ্রামের প্রবীণ বৃদ্ধ সুরেন্দ্র দেববর্মার বাড়িতে এই সভাটি অনুষ্ঠিত হয়৷ সভায় প্রত্যেক বাম বিরোধী রাজনৈতিক দলের নেতারা সাধারণ ভোটারদের মহাজোট গড়ার প্রস্তাবে সহমত পোষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বাম বিরোধী ঐক্য শাসকদলের বিরুদ্ধে মহাজোটের পক্ষে একজন প্রার্থী ভোটে লড়াই করবে৷ সভায় আলোচনা হয় খোয়াই মহকুমার তুলাশিখর ও পদ্মবিল ব্লকের চল্লিশটি এডিসি ভিলেজে এই পন্থাই ভোট যুদ্ধে বাম বিরোধী মহাজোট এর প্রার্থীরা লড়াই করবে সরাসরি শাসক দলের বিরুদ্ধে৷ পশ্চিম লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের মতই বাম বিরোধী মহাজোট ঐক্য প্রত্যেকটি ভিলেজের সাধারণ ভোটারের স্বার্থে এবার ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে৷ সভায় আলোচনা হয় বিরোধী রাজনৈতিক দলগুলির নিজস্ব দাবি দাবাকে প্রাধান্য না দিয়ে এবার খোয়াইতে ঐ মহাজোট ঐক্য ইতিহাস সৃষ্টি করে দেখাবে৷ যে ভিলেজে আইপিএফটি দলের প্রভাব বেশি সে ভিলেজে তাদের দলের প্রার্থীকেই প্রার্থী করা যে স্থানে এনসিটি দলের প্রভাব সে স্থানে তাদেরকেই প্রার্থী করার বিষয়ে সর্বসম্মতি প্রকাশ করেন উপস্থিত সবকটি রাজনৈতিক দলের নেতারা৷ রাজ্য স্তরের নেতারা মহাজোট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত না নিলেও খোয়াই মহকুমার সবকটি বাম বিরোধী রাজনৈতিক দল এর নেতারা সাধারণ ভোটারের মহাজোট গড়ার প্রচেষ্টাকে সফল করতে এক ছাতার নিচে চলে আসে৷ সোমবার এই বাম বিরোধী মহাজোট ঐক্যের সফল সভা অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি শাসক দলের নেতারা পশ্চিম লক্ষ্মীছড়ায় কয়েক দফায় জরুরি বৈঠক সেরে নিয়েছেন বলে খবর৷ খোয়াই এর এই বাম বিরোধী মহাজোট গঠনের খবরে ইতিমধ্যেই শাসক দলের নেতাদের মনে চিন্তার ভাঁজ পড়ছে৷
2016-01-05