উত্তাপ নিতে গিয়ে দম্পতি অগ্ণিদগ্দ

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাণীরবাজার থানাধীন মেঘলি পাড়া পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের রবিদাস পাড়ায় গতকাল রাতে এক দম্পতি অগ্ণিদগ্দ হয়েছেন৷ অগ্ণিদগ্দ দম্পতি হলেন বাপন রবিদাস ও রীতা রবিদাস৷ দুজনকেই অগ্ণিদগ্দ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তারা জানিয়েছেন, শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়েই অগ্ণিদগ্দ হয়েছেন তারা৷ বাপন রবিদাসের দুই বছরের পুত্র অসুস্থ হয়ে পড়েছিল৷ তাকে সুশ্রুষার জন্য রাতে তারা ঘুমান নি৷ রাত জেগে শীতের হাত থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে আগুন পোহাচিছলেন৷ তখনই স্ত্রী রীতা রবিদাসের গায়ের কাপড়ে আগুন ধরে যায়৷ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গিয়ে অগ্ণিদগ্দ হয়েছে স্বামীও৷ তাদের দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে জানতে চাওয়া হলে পরিবারের লোকজনরা জানান, তাদের মধ্যে ঝগড়া হয়নি৷ আগুন পোহাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *