নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ রাস্তার উপর মাংস বিক্রি বন্ধ করার অভিযানে নামেন জেলা প্রশাসন৷ রবিবার আগরতলা মহারাজগঞ্জ বাজার এবং লালবাহাদুর চৌমুহনী থেকে অভয়নগর ব্রিজ পর্যন্ত রাস্তার উপর যে সমস্ত মাংসের দোকান ছিল সেগুলি বাজেয়াপ্ত করা হয়৷
এদিন, পশ্চিমজেলার জেলাশাসক ডাঃ মিলিন্দ রামটেকে এবং স্বাস্থ্য সচিব এম নাগারাজুর নেতৃত্বে টাস্কফোর্স মহারাজগঞ্জ বাজার এবং লালবাহাদুর চৌমুহনী এলাকায় হানা দেয়৷ রাস্তার উপর বসে থাকা বিভিন্ন মাংসের দোকান থেকে হাঁস, মুরগি, শূকর সহ মাংস কাটার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে জেলাপ্রশাসন৷ লালবাহাদুর চৌমুহনী থেকে অভয়নগর ব্রিজ পর্যন্ত রাস্তার উপর মোট ১৭টি দোকানে হানা দেয় জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স৷ এই অভিযান সম্পর্কে জেলাশাসক জানান, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী খোলা জায়গায় মাংস বিক্রি করা আইনত নিষিদ্ধ৷ দীর্ঘদিন এবিষয়ে নোটিশ জারি করা সত্ত্বেও খোলা জায়গায় মাংস বিক্রি করা বন্ধ হয়নি৷ বাধ্য হয়েই আজ জেলাপ্রশাসন এই অভিযানে নামে৷ তিনি আরো জানান, খোলা জায়গায় মাংসা বিক্রি করার ফলে সাধারণ মানুষের নানা অসুবিধার অভিযোগ উঠছিল৷ শুধু তাই নয়, এর ফলে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল৷ এসমস্ত কারণে আজ এই অভিযান চালানো হয়েছে বলে পশ্চিম জেলার জেলাশাসক জানিয়েছেন৷