পেঁচারথল রেল স্টেশন নিয়ে প্রত্যাশার গুড়ে বালি

Pecharthal Rail Stationনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ০২ জানুয়ারি ৷৷ পেঁচারথল রেল স্টেশনটি আধুনিকরণ মডেল স্টেশন হওয়ার জন্য রেলমন্ত্রী  অনুমোদন দেন৷ বর্তমানে দেখা যাচ্ছে  পূর্বের ন্যায় রেল স্টেশনটির কাজ করা হয়েছে নিম্ন মানের সাইড ওয়াল, নেই পানীয় জল, যাত্রী বিশ্রামাগার, যাত্রীদের নিপাপত্বার জন্য কোন ব্যবস্থা করা হয় নাই৷ নেই কোন টয়লেট এলাকার জনগন প্রতি নিদিকো জানান রেল স্টেশনটিতে অভার ব্রীজ, পানীয় জল যাত্রী বিশ্রামাগার টয়লেটের কোন সুব্যবস্থা না করে হোড়ো হুড়ি রেল পরিসেভা চালু করা হয়েছে৷ তাছাড়া দেও নদীর বালু দিয়ে সাইড ওয়াল নির্মান করা হয়েছে নিম্ন মানের৷ কিছু দিন পর সাইড ওয়াল আপনি ভাবে ভেঙ্গে পড়বে৷ তাছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনে রেল দপ্তর থেকে (আর ফি এফ) কেম্প বসানোর জন্য৷ তাছাড়া স্টেশনে কাজ করার সময় উসমান গনি বয়স ১৬ পিতা শাহিজুল হক পায়ের চোট লেগে স্টেশনের পাশে বসে কাঁদছে তাকে ডাক্তারের নিকট নিয়ে যাবার জন্য কোন প্রয়োজন বোধ হয় নাই৷ প্রতিবেদকের সঙ্গে কথা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়৷ তাছাড়া রেল ইঞ্জিন পেচারতল দেও নদীর ব্রীজ সংলগ্ণ থামালে আরেক যুবকের পায়ে চোট পায় নাম জানা যায়নি, তাকে সঙ্গে সঙ্গে পেচারতল প্রাথমিক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ একের পর এক দুর্ঘটনায় এলাকায় জনগণের মধ্যে গুঞ্জন চলছে৷ আধুনিকরন মডেল স্টেশন এবং হওয়ার কথা হলেও আধুনিকরন মডেল স্টেশন না হওয়ার এবং যাত্রী গনের কোন সুব্যাবস্থা না করায় জনগনের মধ্যে নানা গুঞ্জন চলছে৷ এখন জনগন অপেক্ষায় কি ধরনের আধুনিকরন মডেল স্টেশনের কাজ হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *