BRAKING NEWS

বৈধ পরিচয় থাকা সত্ত্বেও বাংলাদেশী হিসেবে জেল খাটলেন ভারতীয় নাগরিক

citizenনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ বাংলাদেশী হিসেবে চিহ্ণিত করে ভারতীয় নাগরিককে ছয়মাসের জেল জরিমানা করেছে আদালত৷ আর অভিযোগ উঠেছে, সমস্ত ভারতীয় প্রমাণপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশী হিসেবে চিহ্ণিত করে সাজা শোনানো হয়েছে৷ আজিজুল আলি নামে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশী চিহ্ণিত করে ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করেছিল গত ৭নভেম্বর৷ তার কাছে ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র হিসেবে পেন কার্ড ছিল৷ যা তখন পুলিশকে তিনি দেখিয়েছিলেন৷ তা সত্ত্বেও পেন কার্ডটি ভূয়ো বলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে৷ এমনকি আদালতও ধৃত আজিজুল আলি ভারতীয় নাগরিকত্বের দাবি খারিজ করে তাকে ছয়মাসের জেল হাজতে পাঠান৷ সম্প্রতি অসুস্থ অবস্থায় আজিজুল আলি জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন৷ তার কাছ থেকে জানা গেছে, ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত৷
বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, পেশায় কম্বল বিক্রি করেন৷ ত্রিপুরায় কম্বল করতেই এসেছিলেন৷ কিন্তু চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে বাংলাদেশী হিসেবে আটক করে গারদে ঢুকায়৷ পুলিশকে ভারতীয় নাগরিক হিসেবে বারবার দাবি জানালেও তার কোন কিছুতেই কর্ণপাত করেনি পূর্ব থানার পুলিশ৷ বরং তাকে পরদিন আদালতে সোপর্দ করে৷ আদালতেও তিনি ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেন এবং তার সমস্ত পরিচয়পত্র রয়েছে এবং প্রয়োজনে তা যাচাই করারও আবেদন আদালতে জানিয়েছিলেন৷ তা সত্ত্বেও আদালত তাকে ছয়মাসের জেল হাজতের সাজা শোনায়৷ জেলে থাকাকালীন অনেক চেষ্টারপর তিনি বাড়ির সাথে যোগাযোগ করতে সক্ষম হন৷ এরপরই তার স্ত্রী ভারতীয় নাগরিকত্বের সমস্ত পরিচয়পত্র নিয়ে ত্রিপুরায় আসেন৷ তাদের অভিযোগ ভারতীয় নাগরিক হিসেবে বারবার দাবি করা সত্ত্বেও ত্রিপুরা পুলিশ এর সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করেনি৷ ফলে তাকে ইতিমধ্যে চার মাস জেল হাজতে থাকতে হয়েছে৷ জেলে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে গেলে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরাও বাংলাদেশী কয়েদি বলে তার চিকিৎসা করতে অনীহা জাহির করেন৷ অবশেষে শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটলে জেল কর্তৃপক্ষ তাকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান৷
এদিন, আজিজুল আলি ও তার স্ত্রী ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন বিনা দোষে হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাদের৷ জেলে অসুস্থ অবস্থায় থাকাকালীন আজিজুল আলি মারা যেতেন তাহলে তার কোন হদিশ মিলত না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী৷ পাশাপাশি ত্রিপুরা সরকারের প্রতি আজিজুল আলিকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তার স্ত্রী৷
উল্লেখ্য, রাজ্যের আনাচেকানাচে বহু বাংলাদেশী অবাদে ঘোরাফেরা করছেন৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগও তাদের পাকড়াও করতে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে৷ অথচ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাসিন্দা আজিজুল আলি অযথা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *