রায়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড় কানখের জেলার জঙ্গল থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শনিবার জেলার মানহাকাল এবং হিথলি গ্রাম থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে জেলা পুলিশ এবং বিএসএফের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করেছে। রাজধানী রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে দুর্গকোনডালের জঙ্গলে রাজ্য পুলিশের সঙ্গে এই অভিযনা চালায় বিএসএফের ১৭৫ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে দু’টি মর্টার বোমা, তিনটি গ্রেনেড, একটি দেশি পিস্তল, ৩০ টি বৈদ্যুতিক ডিটনেটর, একে-৪৭, এসএলআর এবং ৩১৫ বোর রাইফেলের বন্দুক এবং মাওবাদী সংক্রান্ত একাধিক নথিপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। আগে থেকে খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় বিএসএফ এবং জেলা পুলিশের যৌথবাহিনী। যদিও কোন মাওবাদী গ্রেফতার করা হয়নি।
2017-12-02