BRAKING NEWS

অখিলেশের বার্তা , মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকার বার্তা দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ কলকাতা সফরে এসে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের ডাক দিলেন অখিলেশ৷ এদিন বিকেলে মহাজাতি সদনে দলীয় সম্মেলনের পর সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অখিলেশ যাদব৷ সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা সমাজবাদী নেতা কিরণময় নন্দ ও আজম খান৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন অখিলেশ৷ রাজ্যের বিজেপির উত্থান ঠেকাতে মমতার প্রশংসা করে অখিলেশ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় অনেক উন্নতি হচ্ছে৷ বিজেপিকে রুখতে বাংলায় উন্নয়নের ধারা আগামীতেও চালিয়ে যেতে হবে৷’’ বিজেপি দেশের জন্য ক্ষতির বলেও মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘বিজেপি থেকে সাবধান৷’’ আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়ে দেশজুড়ে আন্দোলনে নামারও ডাক দেন তিনি৷ মমতার নেতৃত্বে এই লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে অখিলেশে বলেন, ‘‘সারা দেশে যেখানে ইভিএমের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেখানেই জয়ী হয়েছে বিজেপি৷ ব্যালটের মাধ্যমে ভোট হলে পরাজয় ঘটেছে বিজেপির৷ কিন্তু, এর কারণ কী বলতে পারেন৷ বোঝায় যাচ্ছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে৷’’ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ইতিমধ্যেই সুবিদিত৷ নোটবন্দি থেকে জিএসটি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন অখিলেশ যাদব৷ নোটবন্দির বিরোধিতায় উত্তরপ্রদেশের লখনউতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, তখনও পাশে ছিলেন অখিলেশ যাদব৷কলকাতা সফরে এসেও কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি৷ মোদীকেও কড়া ভাষায় সমালোচনা করেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতায় আসেন অখিলেশ৷ দীর্ঘ সময় ধরে উভয়ের মধ্যে আলোচনা হয়৷ আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে একপ্রস্ত আলোচনাও হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর৷ শনিবার সন্ধ্যায় অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা৷ তাহলে কি বিজেপিকে রুখতে আগামী লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলাবে তৃণমূল? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল৷ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *