আগরতলা, ১৪ জুলাই : স্মার্ট মিটারের বিরোধিতা করে সোমবার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ-এর বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায় থানায়। স্মার্ট মিটারের বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মী বলেন, প্রতিনিয়ত ত্রিপুরায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। তার উপর জনগণের উপর আরও বোঝা চাপিয়ে দেওয়ার জন্য বাড়ি বাড়ি সরকারের তরফ থেকে স্মার্ট মিটার বসানো হচ্ছে। একমাত্র দেশের বড়বড় শিল্পপতিদের আর্থিক সুবিধা লাভের জন্য স্মার্ট মিটার চালু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

