মালিগাঁও, ১০ জুলাই : এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চলে রেল পরিসেবা। তবে, আংশিক স্বাভাবিক হওয়ায় যাত্রী সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিশেষ ট্রেনচালানোর সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় আজ ১০ জুলাই চলবে দুইটি বিশেষ ট্রেন। ট্রেন নম্বর ০৫৬১৬ (শিলচর–গুয়াহাটি) এবং ট্রেন নম্বর ০৫৬১৯ (গুয়াহাটি–আগরতলা) চলবে।
তিনি জানান, ট্রেন নম্বর ০৫৬১৬ (শিলচর–গুয়াহাটি) শিলচর স্টেশন থেকে দুপুর ১২ টায় ছাড়বে এবং রাত ১১:৩০ টায় গন্তব্য গুড়াহাটিতে পৌঁছাবে। অন্যদিকে, ট্রেন নম্বর ০৫৬১৯ (গুয়াহাটি–আগরতলা) গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় যাত্রা শুরু করে পরদিন ভোর ৩:৩০ মিনিটে আগরতলায় পৌঁছাবে। এই বিশেষ ট্রেন দুটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত বিরতি থাকবে। যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
প্রসঙ্গত, লামডিং ডিভিশনের মুপা-দিহাখো স্টেশনের মাঝখানে (কেএম-৫১/১-২) প্রবল ভূমিধসের ফলে লামডিং-বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, পাথর, বোল্ডারসহ ধস নেমে রেল লাইনের উপর পড়ায় ট্র্যাকের ওপর দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, রেল পরিসেবা ওই রুটে স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, রুটে রেল পরিসেবা পুরোপুরি স্বাভাবিক হত আরও ২ থেকে ৩ দিন সময়ের প্রয়োজন রয়েছে। যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে সহায়তা ডেস্ক চালু রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের অনুরোধ করেছে যাত্রার আগে সময়সূচি ও ট্রেনের বিশদ তথ্য রেলওয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করে নেবেন।

