প্রথম ডোজ টিকা না নিলে পূজা মণ্ডপে প্রবেশ নয়, কড়া বার্তা হাইলাকান্দি ডিসি-র

হাইলাকান্দি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : প্রথম ডোজ টিকা নেননি এমন কাউকে পূজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। পূজা কমিটির সব কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, পুরোহিতদের কোভিডের প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক। আজ সোমবার হাইলাকান্দির জেলাশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আহ্বান করে দুর্গাপূজা উপলক্ষ্যে কোভিডের নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর (এসওপি) সম্বন্ধে অবগত করেছেন জেলাশাসক রোহন কুমার ঝা।পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে পাশে বসিয়ে জেলাশাসক ঝা জানিয়েছেন, দুর্গাপূজার প্রাকমুহূর্তে কোভিড-১৯-এর নয়া এসওপি জারি করছে সরকার। নয়া এসওপি অনুযায়ী, কোভিড বিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশনায় পূজা মণ্ডপে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের অবশ্যই প্রথম ডোজ টিকা থাকতে হবে। অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্বে যারা পূজা মণ্ডপে প্রবেশ করবেন তাদের অবশ্যই কোভিড ভেকসিনের প্রথম ডোজ থাকা বাধ্যতামূলক। প্রথম ডোজ টিকার সার্টিফিকেট হাতে নিয়ে অথবা মোবাইলে থাকলে তা দেখাতে হবে। বাধ্যতামূলকভাবে তা দেখিয়ে মণ্ডপে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। টিকা নেওয়ার প্রমাণপত্র দেখানোর পরই সংশ্লিষ্ট ব্যক্তিকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে। জানিয়েছেন জেলাশাসক রোহন কুমার ঝা। শুধু যে দর্শনার্থীদের জন্য এমন কড়া বিধি তা নয়। জেলাশাসক আরও শুনিয়েছেন, প্রতিটি পূজা কমিটির সব কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, পুরোহিতদের কোভিডের টিকা থাকা বাধ্যতামূলক। পূজা কমিটির কোনও সদস্যের টিকা নেই, তা হতে পারবে না, এমন-কি তাদের স্বেচ্ছাসেবকদের হিসেবে নিয়োজিত করা যাবে না। পাশাপাশি করোনা নিয়ে এবার নয়া সংযোজনের কথা শুনিয়েছেন জেলাশাসক। বলেন, এবার পূজা মণ্ডপে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে। যে সকল দর্শনার্থী এখনও টিকা নেননি, তাঁরা পূজা মণ্ডপে টিকা নিতে পারবেন। এবার থাকবে এই সুযোগ। এছাড়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হাইলাকান্দির ‘গান্ধীঘাট’-এ কেবলমাত্র পাঁচজন যাওয়ার অনুমতি থাকবে। বেলা ১১টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন, জানিয়েছেন জেলাশাসক রোহন কুমার ঝা।সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন, দুর্গাপূজার চারদিন নিরাপত্তার ঘোরাটোপে থাকবে গোটা জেলা। পুজোয় অবৈধ মদ সরবরাহকারী এবং মাতালদের বিরুদ্ধে কঠোর থাকবে পুলিশ। এমন কড়া সতর্ক বার্তা দিয়ে পুলিশ সুপার বলেছেন, মাদক দ্রব্য পাচারকারীদের সায়েস্তা করতে জেলায় থাকবে হেল্প লাইন মোবাইল ফোন নম্বর। মদ সরবরাহকারীদের কোনও খবর পাওয়া মাত্র অথবা গ্রাম-শহরে মাতালদের উৎপাত দেখলে তৎক্ষণাৎ ৬০২৬৯ ০০৯৭৫ নম্বরে ফোন করতে পুলিশ সুপার সবাইকে অনুরোধ জানিয়েছেন। পূজায় শহরে যানজট সমস্যা নিরসনে থাকবে বিশেষ ব্যবস্থা। শহরে প্রবেশপথ থাকবে দুটি। বিকেল চারটা থেকে ‘নো এন্ট্রি’ থাকবে হাইলাকান্দি ও লালা শহরে। এছাড়া পুলিশ প্রধান গৌরব উপাধ্যায় বলেছেন, ১৪ এবং ১৫ অক্টোবর জেলায় ‘ড্রাই-ডে’ ঘোষণা করা হয়েছে। তবে এবার দুর্গাপূজায় কঠোরভাবে করোনা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলার দুই প্রশাসনিক প্রধান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাইলাকান্দি, লালা, কাটলিছড়ার সার্কল অফিসার সহ জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুর হক চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *