BRAKING NEWS

বাবাইদা সকাশে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র বাবাইদার সঙ্গে সাক্ষাৎ করলেন৷ তাঁদের উভয়ের মধ্যে ধর্মালোচনাও হয়েছে বলে একটি সূত্রের খবরে জানা গেছে৷ কমিউনিস্টরা ধর্ম বিরোধী৷ ধর্মকে আফিং বলে মতে কপেন তাঁরা৷ আর ভারতীয় বাম রাজনীতিতে কাণ্ডারির ভুমিকা পালন করছে মূলত সিপিআইএম৷ কিন্তু এই দলের অনেক নেতাই বিভিন্ন সময় পার্টির মতাদর্শের বাইরে গিয়ে ধর্মাচরণে লিপ্ত হয়ে পড়ার তথ্য প্রমাণ পাওয়া গেছে৷ কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র বাবাইদার সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
রাজধানী আগরতলায় সৎসঙ্গ সম্মেলন চলছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটেছে আগরতলায়৷ মূল অনুষ্ঠানটি হচ্ছে বিবেকানন্দ ময়দানে৷ তবে রাজধানীর এমন কোনও ময়দান বাকি নেই সেখানে তাবু খাটিয়ে কিংবা অস্থায়ী শিবির বানিয়ে আগতদের রাখার ব্যবস্থা করা হয়নি৷ সাড়া আগরতলা জুড়ে সৎসঙ্গীদের উপচে পড়া ভিড়৷ আশ্রম সূত্রে জানা গেছে, ত্রিপুরায় ১২ লক্ষ সৎসঙ্গের দীক্ষিত রয়েছেন৷ সঠিক হিসাব না থাকলেও এর অর্ধেক এই অনুষ্ঠানে সামিল হেয়েছেন৷ জানা গেছে, মূল অনূষ্ঠানে শামিল হয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র তথা সৎসঙ্গীদের বাবাইদা৷ আর তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং উভয়ের মধ্যে ধর্মালোচনা যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে, তা ও নির্বাচনের পূর্বে৷ জানা গেছে, রবিবার ঠিক দুপুরে কোনও রাখঢাক না রেখে মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর লোকলশকর নিয়ে বিবেকানন্দ ময়দানে গিয়ে হাজির হন৷ তখন ময়দানে ছিল উপচে পড়া ভিড়৷ তিনি সকলের সঙ্গে নমস্কার বিনিময় করতে করতে এগিয়ে যান একেবারে বাবাইদার কাছে৷ একান্তে তাঁদের মধ্যে ধর্মালোচনা হয়েছে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *