ঋতব্রত কাণ্ডে এবার নাম জড়ালো মুকুল রায়েরও

বালুরঘাট, ৯ নভেম্বর (হি.স.): ঋতব্রত কাণ্ডে এবার নাম জড়ালো মুকুল রায়েরও। ইতিমধ্যে পুলিশের তরফে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বালুরঘাট থানায়।
বালুরঘাটের কবিতীর্থ পাড়ায় বাড়ি নম্রতা দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত বারোটা নাগাদ পুলিশ এই ধারা গুলিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেছে। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার নম্রতা দত্তর করা ধর্ষণের মামলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দূর্বা সেনের পাশাপাশি মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত অর্চনা মজুমদারের নাম আগেই জড়িয়েছিল। এবার মুকুল রায়ের নামও মামলায় জড়িয়ে যাওয়ায় শুরু হয়েছে চাঞ্চল্য। সদ্য বিজেপি শিবিরে যোগদানকারী মুকুল রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য মোট পাঁচটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি সিআইডি’র হাতে অর্পণও করে দিয়েছে পুলিশ। গত ৩ নভেম্বর নম্রতা দত্ত ফের বালুরঘাট থানায় হাজির হয়ে ঋতব্রত বন্দোপাধ্যায় অর্চনা মজুমদার ও দূর্বা সেনের পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছেন সেগুলি হলো ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার চাপ দেওয়া। অন্যথায় ধর্ষণ করার ও মোটা অংকের অর্থের লোভ দিয়ে মামলা তোলার জন্য চাপ সৃষ্টি সহ একাধিক অভিযোগ রয়েছে। যে যে ধারায় বালুরঘাট থানার পুলিশ মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেগুলি হলো ১২০(বি) ১৯৫(এ) ২১৪ ও ৫০৬ আইপিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *