গ্যাংটক, ২ নভেম্বর (হি.স.) : চিনের সঙ্গে টেক্কা দিতে পাল্টা ঢেলে সাজানো হচ্ছে সীমান্ত বরাবর ভারতীয় সেনাছাউনিগুলি। সেই সূত্রে বিপিসিএল ভারতীয় সেনাবাহিনীর সুবিধার্থে ১৪০০০ কিলোলিটার সম্পন্ন পেট্রোল পাম্প তৈরি করল।
সূত্রের খবর অনুযায়ী আগে চিন সীমান্ত বরাবর ভারতীয় সেনাবাহিনী টহল দেওয়ার সময় কনভয়ের তেল ভরতে পাহাড় থেকে নীচে নেমে আসতে হত। সেই অসুবিধা দূর করতে ১৪০০০ কিলোলিটার সম্পন্ন পেট্রোল পাম্প তৈরি করল বিপিসিএল। এর ফলে সেনাবাহিনীর কনভয়ের গাড়িগুলোতে তেল ভরতে আর নীচে নেমে আসতে হবে না। একই সঙ্গে এর ফলে পরিকাঠামোর দিক থেকে আরও বেশি শক্তিশালী করা হল ভারতীয় সেনাবাহিনীকে।
সূত্রের খবর অনুযায়ী সমুদ্রপৃষ্ট থেকে ১৫০০০ ফিট উচ্চতায় উত্তর সিকিমের ইয়ংডিতে এই পেট্রোল পাম্পগুলি স্থাপন করা হয়েছে। এলাকাটি ভারতীয় সেনার ৪৪ নম্বর আর্মার রেজ়িমেন্টের অধীনে রয়েছে। ২০ ফুট গভীরে মাটির নিচে সাতটি ট্যাঙ্ক বসানো হয়েছে।
অন্যদিকে সেনাবাহিনীর তরফে ব্রিগেডিয়ার এস এস দেওসি জানিয়েছেন, এই প্রত্যন্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর জন্য পেট্রল পাম্প স্থাপন হওয়ায় সুবিধা হল। বিপিসিএলের তরফে এগজ়িকিউটিভ ডিরেক্টর বিমল নাথান জানান, এনার্জি ফর নেশন স্কিমে সেনাদের এমন একটা প্রকল্প উপহার দিতে পেরে তাঁরা গর্বিত।
2017-11-02

