বিশ্রামগঞ্জে সিপিএম-আইপিএফটি উত্তপ্ত বাক্য বিনিময় ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জুলাই৷৷ রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠে বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগরের মহরাম বাজার এলাকা৷ সিপিএম ও আইপিএফটির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আইপিএফটি সেখানে পথ অবরোধ করে৷ ঘেরাও করে রাখা হয় সিপিএম বিধায়ক কেশব দেববর্মা সহ স্থানীয় সিপিএম নেতাদের৷
সংবাদে প্রকাশ, শনিবার সন্ধ্যায় সিপিএমের একটি মিছিল মহরাম বাজার এলাকায় ঘুরছিল৷ মিছিলে আইপিএফটির অবরোধ আন্দোলন নিয়ে শ্লোগান দেওয়া হয়৷ যদিও এদিনের সিপিএমের মিছিলটি ছিল মূলত ছৈলেংটায় সিপিএম কর্মী তথা শিক্ষক বাবুল মজুমদার নামে এক ব্যক্তির রাজনৈতিক হিংসায় মৃত্যুর প্রতিবাদে৷ মিছিলে সিপিএমের কর্মীর সংখ্যা ছিল হাতেগুনা পঞ্চাশজন৷ এদিকে, ঐ এলাকাটিতে আইপিএফটির প্রভাব ভালই৷ এই সুযোগে লাঠি ও অস্ত্রশস্ত্র নিয়ে সিপিএম বিধায়ক কেশব দেববর্মা ও সিপিএমের স্থানীয় নেতা গৌরা চক্রবর্তী সহ গোটা মিছলকে ঘিরে আটকে রাখে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ রাত দশটা নাগাদ এই ঘটনা৷ পরে সেখানে পৌঁছেন সিপাহীজলা জেলার এসপি৷ কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷