একই রাস্তায় দুইবার কাজ করিয়ে অর্থ আত্মসাৎ,বেহাল অবস্থা, প্রতিবাদে সরব এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ জুলাই৷৷ একই রাস্তা দুইবার কাজ দেখিয়ে লক্ষলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কমরেড ঠিকেদাররা, বার বার আবেদন জানানো সত্বেও বেহাল রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগে নেয়নি বিশালগড় আরডি ব্লক৷ বাধ্য হয়ে অর্থমন্ত্রীর ভানুবাবুর নির্বাচনী এলাকা বীরেন্দ্র নগরের মানুষ কলসি হাড়ি নিয়ে অভিনব কায়দায় রাস্তায় এসে প্রতিবাদ জানায়৷ জানা যায় বিশালগড় ব্লকের অধীন প্রভুরায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরেন্দ্র নগর থেকে মুড়াবাড়ি যাওয়ার রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা৷ অথচ গত বছর রাস্তাটি সংস্কার করা হয়৷ অভিযোগ ঠিকেদারবাবু নিম্নমানের কাজ করেছেন৷ তাই বর্ষা শুরু হতেই সড়কটি দিয়ে বাই সাইকেল যেতেও কষ্ট হয়৷ এলাকাবাসীর অভিযোগ গত বছর এই সড়কটিতে দুই বার কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কমরেড ঠিকেদারবাবু৷ ব্লকে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ৷ ফলে বাধ্য হয়ে এলাকার মানুষ হাড়ি কলসি নিয়ে রাস্তায় নেমে অভিনব কায়দায় প্রতিবাদ জানায়৷ তাদের অভিযোগে আরো জানা যায়, বেহাল রাস্তা ছাড়াও এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা রয়েছে৷ ৮ বছর আগে এই গ্রামে একটি টিউবওয়েল বসানো হয়৷ কিন্তু তা একমাস পর অকেজো হয়ে যায়৷ ফলে জলের সমস্যা চরম আকার ধারন করে৷ স্থানীয় নেতাদের বহু কাকুতি মেনতি করেও কোন লাভ হচ্ছেনা বলে অভিযোগ৷ অথচ এই এলাকাটি অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকা৷ ভোটে জেতার পর ঐ এলাকার কোন খোঁজ খবর নেয়নি অভিযোগ ভানু বাবুর বিরুদ্ধে৷ এলাকাবাসী তাদের সমস্যা সমাধানের জন্য অর্থমন্ত্রীও দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান৷