নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২ জুন৷৷ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে রাজ্য সরকারের কোন উৎসাহ নেই৷ দেশের

অনেক রাজ্যকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে৷ কিন্তু, ব্যতিক্রমী এই রাজ্য৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এইভাবেই রাজ্য সরকারকে বিঁধেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. হর্ষ বর্ধন৷ তাঁর মতে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রজেক্ট পাঠালে কেন্দ্রীয় সরকার নিশ্চিই সহায়তা করবে৷ কিন্তু, রাজ্য সরকারের তেমন কোন চাহিদা এখনও পর্যন্ত দেখা যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷
বামফ্রন্ট সরকারের শাসনে রাজ্যের জনজাতি তথা উপজাতিদের কাঙ্খিত উন্নয়ন হয়নি দাবি করে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষ বর্ধণ অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দিলেও রাজ্য সরকার তা সঠিক ভাবে ব্যয় করছে না৷ শুক্রবার বিজেপি খোয়াই জেলা জনজাতি মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়ার হদ্রাই বাজার কমিউনিটি হলে এক সভায় বক্তব্য রাখছিলেন হর্ষ বর্ধন৷
পাশাপাশি এদিন তিনি রাজনৈতিকভাবেও শাসক দলকে আক্রমন করেছেন৷ তাঁর ধারণা, আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসবে৷ নবীণ থেকে প্রবীণদের বড় অংশ এখন বিজেপির প্রতি তাঁদের আস্থা প্রদর্শন করছেন৷ তাঁর দাবি, এমতাবস্থায় আগামী কয়েক মাসে রাজ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে৷
এদিন তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য সম্প্রতি প্রায় ৬০ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে৷ তাঁর বক্তব্য, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সম্ভাবনা প্রচুর৷ বিভিন্ন রাজ্য এক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছে৷ কেন্দ্রীয় সরকার তাদের যথেষ্ট সহায়তা করছে৷ কিন্তু, রাজ্যের তরফে তেমন কোন উদ্যোগ তাঁর চোখে পড়েনি বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, অন্যান্য রাজ্যের মতো রাজ্যের তরফে কোনধরনের প্রজেক্ট তাঁর মন্ত্রকের কাছে এখনো পর্যন্ত পাঠানো হয়নি৷ তাঁর বক্তব্য, রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মনোনিবেশ করলে নিশ্চিতভাবে উপকৃত হতো৷
এদিকে, রাজনৈতিকভাবেই শাসক দলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ বলে দাবি করেন ড বর্ধন৷ তাঁর দাবি আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিরাট পরিবর্তন আসতে চলেছে৷ নবীণ থেকে শুরু করে প্রবীণদের একটা বড় অংশ বিজেপির প্রতি আস্থা প্রদর্শন করছেন৷ কারণ, রাজ্যবাসী শাসক দল এবং বামফ্রন্ট সরকারে কাজকর্মে অতীষ্ঠ হয়ে উঠেছেন৷
হদ্রাইয়ে সভায় তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে বামফ্রন্ট সরকার ত্রিপুরা শাসন করছে৷ তারপরও এরাজ্যের জনজাতিদের উন্নয়ন হয়নি৷ কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে৷ কিন্তু জনজাতিদের উন্নয়ন অধরাই রয়ে গিয়েছে৷ তিনি অভিযোগ করেছেন উপজাতিদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না৷
এদিকে, এদিন এই সভয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর, প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা উল্লেখ করার পাশাপাশি রাজ্য বামফ্রন্ট সরকারের বেকার বঞ্চনা, উপজাতি বঞ্চনা, কর্মচারী বঞ্চনার বিষয়গুলি তুলে ধরেন৷
অন্যদিকে, এদিন বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির কার্য্যালয়ের উদ্বোধন করা হয়৷ উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন৷ তেলিয়ামুড়ার শান্তিনগরে এই কার্য্যালয়ের উদ্বোধন হয়েছে৷ প্রসঙ্গত, এদিন হর্ষ বর্ধন তেলিয়ামুড়ায় পৌঁছেই স্বচ্ছ ভারত অভিযানে অঙ্গ হিসেবে সফাই কর্মসূচীতে যোগ দেন৷ তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় সাফাই কর্মসূচীতে নিয়ে যোগ দেন৷ এই ধরনের কর্মসূচীতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ এই সাফাই অভিযানকে কেন্দ্র করে দলের স্থানীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষ্যনীয়৷

